চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শনিবার (১ নভেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ইয়াকুব আলী। চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মোঃ এনামুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শ্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, উৎপাদনমুখী সমবায়ের মাধ্যমে সমৃদ্ধ, সাম্যভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এতে অংশ নেন সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস ছালাম মোল্যা, সমবায়ী মোঃ নজরুল ইসলাম, কবিরুল আলম ও ওয়াছেল শিকদার প্রমুখ।
বক্তারা আরও জানান, স্থানীয় পর্যায়ে সমবায় উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা এবং মানুষের মধ্যে সমতার চেতনা জাগ্রত করা সম্ভব।
এই বাংলা/এমএস
টপিক
