25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন-ড.আতিউর রহমান

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি :-

মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান।

নাটোরে শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আজ বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের পাশে রোলার স্কেটিং গ্রাউন্ডে আয়োজিত শিক্ষার্থী পারিববারিক পাঠাগারের উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন , “ এই ডিজিটাল যুগে হয়তো তোমরা অনেকে বই পড়ার চেয়ে মোবাইলে বেশি সময় কাটাও। হয়তো সময়ের দাবী অনুযায়ী এটা করতেই হয়। কিন্তু তার একটা সীমা রয়েছে। কিছু সময় মোবাইলে কাটালেও বাঁকি সময় তোমাদের বই পড়তে হবে। সেই সাথে শিক্ষালয়ে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করতে হবে। সেজন্য সেই রকম শিক্ষকের খুবই দরকার। আমাদের বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু শিক্ষার মান সেই অনুযায়ী বাড়েনি। কারণ সেই রকম শিক্ষক আমরা গড়ে তুলতে পারিনি।”

জেলা প্রশাসক আবু নাছের ভুঞাঁর সভাপতিত্বে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নাটোর এর সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বজলুর রহমান, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহরুল ইসলাম, রবিন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমিনুল হক বাবুল, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নাটোর জেলার প্রতিটি স্কুলের ১০০জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর