পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের প্রধান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ করেছেন তার কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগে অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গণসংযোগ চলাকালে ব্যারিস্টার জুবায়ের হায়দার আসন্ন নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নের নানা পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের সড়ক সংস্কার ও উন্নয়ন করা হবে। পাশাপাশি পিরোজপুরে হৃদরোগ ও কিডনি চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন করা হবে।
তিনি আরও জানান, তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিটি ইউনিয়নে আইটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিভাগকে উন্নত মানে গড়ে তোলা এবং ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, অ্যাপ ডেভেলপমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন। নারী উদ্যোক্তাদের জন্য হ্যান্ডিক্রাফট, ডিজিটাল মার্কেটিং ও ডেটা এন্ট্রি বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে।
কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ, সার ও বীজে ভর্তুকি, আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ এবং স্বল্পমূল্যে পণ্য পরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ভিত্তিতে হিমাগার স্থাপন করার পরিকল্পনাও তিনি তুলে ধরেন। নাজিরপুর–পিরোজপুর মহাসড়কে বিসিক শিল্পনগরী গড়ে তোলা এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
গণসংযোগে বক্তারা বলেন, মোস্তফা জামাল হায়দারের মন্ত্রিত্বকালীন সময়ে পিরোজপুরে যে উন্নয়নের সূচনা হয়েছিল, তা আজও দৃশ্যমান। তার হাত ধরেই এ অঞ্চলে উন্নয়নের ধারা শুরু হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
