যশোর প্রতিনিধি :
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডসহ দেশের সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব ও শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন এবং তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা বলেন, “সাগর-রুনি হত্যার এক যুগ পার হলেও এখনো বিচার সম্পন্ন হয়নি, যা সাংবাদিক সমাজের জন্য এক কলঙ্কজনক উদাহরণ।”
তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডসহ দেশের সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার জোর দাবি জানান।
এছাড়া বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের আহ্বান জানান।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন প্রজন্মের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক
