খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থী বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গুইমারা উপজেলা ছাত্রদলের আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তরুণদের উৎসব। দেশের ভোটবঞ্চিত যুব সমাজ এবার ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট বিপুল চাকমা।
এ ছাড়া বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ এবং গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে নেতারা তরুণ প্রজন্মকে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের পথে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
