25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরব আওয়ামী লীগ, নিরব অন্যরা

আরও পড়ুন

মোং রাইতুল ইসলাম রাহাত ( কুতুবদিয়া প্রতিনিধি)

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৯৩টি উপজেলার ধাপভিত্তিক তথ্য ও সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তথ্য মতে ১ম ধাপে- ১৫৩টি, ২য় ধাপে-১৬৫টি, ৩য় ধাপে-১১১টি ও ৪র্থ ধাপে-৫২টি উপজেলার নির্বাচন সম্পন্ন হবে। অবশিষ্ট ১২টি উপজেলা পরবর্তীতে নির্বাচনযোগ্য হবে। সম্ভাব্য তারিখ অনুযায়ী প্রথম ধাপে ৪ই মে, দ্বিতীয় ধাপে ১১ ই মে, তৃতীয় ধাপে ১৮ই মে ও চতুর্থ ধাপে ২৫ মে ভোট গ্রহণ করা হবে।

কক্সবাজার জেলার ৯টি উপজেলা নির্বাচন প্রথম তিন ধাপেই সম্পন্ন হয়ে যাবে। প্রথম ধাপে কুতুবদিয়, কক্সবাজার সদর ও মহেশখালী, দ্বিতীয় ধাপে নব গঠিত ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া এবং তৃতীয় ধাপে উখিয়া, রামু ও টেকনাফে অনুষ্ঠিত হবে।

কুতুবদিয়ায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে এমন ঘোষণায় উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। এই নিয়ে গ্রামগঞ্জের চায়ের দোকানে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। এবার দলীয় প্রতীকবিহীন উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। ইতোমধ্যেই দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় চেয়ারম্যান পদে অন্তত ১০ জন সম্ভাব্য প্রার্থীর নাম মুখেমুখে শোনা যাচ্ছে। আবার অনেকেই পরিস্থিতি বুঝে প্রার্থী হতে কৌশলে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেয়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়ায় আওয়ামী লীগ ছাড়া এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি বা জামায়াত সমর্থিত অন্য কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তারা হলেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী, তার সহধর্মিণী তসলিমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার আহমুদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির সদস্য আশেকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রমিজ আহমেদ কুতুবী, সাবেক শ্রমিকলীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী মুকুল, আওয়ামী লীগ নেতা ছাবের আহমেদ। এদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী নির্বাচন করলে আওয়ামী লীগের আর কেউ নির্বাচন করবে না বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

একাধিক সূত্রে জানা গেছে, এবার দলীয় প্রতীক তুলে নেয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অনেকেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, এখন পর্যন্ত কেন্দ্র থেকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, কুতুবদিয়া উপজেলায় ৬টি ইউনিয়নের ৩৭টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৯৫ হাজার ১২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫০ হাজার ৩০৩ জন এবং নারী ভোটার সংখ্যা ৪৪ হাজার ৮২৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর