Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeখেলা-ধুলানাগরপুরে মরহুম আব্দুর রহমান খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাগরপুরে মরহুম আব্দুর রহমান খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুর রহমান খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকেলে লাড়ুগ্রাম মাঠে যুব কল্যাণ সংঘের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. ছিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান খান কোকা। খেলাটির উদ্বোধন করেন পিএস টু পিডি (বি.আর.ডি.বি) মো. আমিনুল ইসলাম খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলাপ্রেমীরা।

রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে কলিয়া ক্রীড়া ও সমাজ কল্যাণ যুব সংঘ ১-০ গোলে সাটুরিয়া নিরিবিলি ইয়াং স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এই বাংলা/এমএস

টপিক