Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeজাতীয়দৌলতপুরে উৎসাহ-উদ্দীপনায় পালিত জাতীয় সমবায় দিবস

দৌলতপুরে উৎসাহ-উদ্দীপনায় পালিত জাতীয় সমবায় দিবস

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. জান্নাত আারা পারভীন হীরা এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, সমবায়ী নেতা মো. নুরুল ইসলাম, মো. রবিউল ইসলাম, আনোয়ারা বেগমসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, “সমবায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্য ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে উন্নত বাংলাদেশ।”

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও সফল উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক