Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান, ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে প্রায় ১০ হাজার...
Homeরাজনীতিনীলফামারী জেলা জামায়াতের পাঁচ দফা দাবিতে মতবিনিময় সভা

নীলফামারী জেলা জামায়াতের পাঁচ দফা দাবিতে মতবিনিময় সভা

নুরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে (শনিবার ১১অক্টোবর)শহরের স্কাইভিউ সেন্টারে জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় এবং জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মো:আব্দুর রশিদ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির ড.খায়রুল আনাম,জেলা সহকারী সেক্রেটারি ও সভাপতি জেলা আইনজীবী সমিতি এ্যাড.আলফারুক আব্দুল লতিফ, সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু,খেলাফত মজলিস জেলা সভাপতি সাদ্দাম হোসেন জিহাদী,সাধারণ সম্পাদক সরোয়ারুল আলম বাবু, টুপামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব খান,কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা,সহ অনেকে।এসময় বক্তরা বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হয়।

পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করলে দেশে আর কোন সরকার ফ্যাসিস্ট হবে না।জনগণ মত প্রকাশের স্বাধীনতা লাভ করবে।

এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত বক্তরা বলেন, আমরা দেশে আর কোন বিশৃঙ্খলা চাই না।

সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে কিন্তু জুলাই জাতীয় সনদ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করার আহবান জানান।

এছাড়া তিনি ইসলামী দলগুলোর নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।

এ সময়ে জেলার গণমাধ্যমকর্মী ছাড়াও শিক্ষক, আইনজীবী ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

 

এই বাংলা/এমএস

টপিক