25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

মহিলা এমপি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ঘোষণা

আরও পড়ুন

বিশেষ প্রতিনিধি :::

সংরক্ষিত নারী আসনে আ.লীগের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারী)  মনোনয়ন বোর্ডের সভা শেষে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, আজ বুধবার গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

কাদের বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাঁদের নাম প্রকাশ করছি। ‘

মনোনয়ন পেয়েছেন, পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রুপদী দেবী আগারওয়াল, নীলফামারির আশিকা সুলতানা, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কুহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের যারা জেবিন মাহবুব, খুলনার রুনি রেজা, বাগেরহাটের ফরিদা, বরগুনার ফারজানা সুমি, ভোলার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার, নেত্রকোণার নাদিরা বিনতে আমিন, কুমিল্লার এরোমা দত্ত।

সাতক্ষীরার লাইলা পারভীন, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদুরা আহমেদ সালাম, ঢাকার শবনম জাহান, সানজিদা খানম, রংপুরের ববি, বরিশালের শাম্মী আহমেদ, মুঞ্চিগঞ্জের ফজিলাতুন্নেছা, ঢাকার শেখ আনার কলি পুতুল, নরসিংদীর মাসুদা সিদ্দিক, টাঙ্গাইলের তারানা হালিম, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, গোপালগঞ্জের নাজমা আক্তার, লক্ষীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রাম শামিমা হারুন, দিলারা ইউসুফ, ওয়াসিকা, নোয়াখালীর ফরিদা খানম, ১৪ দলের অনুরোধে আনান আরা বেগম।

এর আগে আজ বুধবার গণভবনে সকাল ১০টায় নারী আসনে সংসদ সদস্য হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। পরে মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর