25 C
Dhaka
Thursday, October 2, 2025

ঢাকা লীগে খেলতে চান হাসান

আরও পড়ুন

গুলনাহার

নাম মোহাম্মদ হাসান, বাবা আলমগীর। গ্রামের বাড়ি বরিশালের ভোলা সদর উত্তর বার্তা টগবী স্কুলের পাশে। বর্তমানে তিনি ঢাকার কুড়িলে ভাড়া বাসায় থাকেন। হাসানের স্বপ্ন বড় ক্রিকেটার হওয়া। তবে স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়ে তার দারিদ্রতা। করেন ছোট চাকুরি, চালাতে হয় পরিবার, সাথে রয়েছে স্বপ্ন (বড় ক্রিকেটার) হওয়া। আর এর জন্যই সংশ্লিষ্টদের নজরে পড়তে   খেলতে চান ঢাকা লীগের মত যেকোনো টুর্নামেন্ট। 

এ বিষয়ে মোহাম্মদ হাসান দৈনিক এই বাংলাকে বলেন, আমার স্বপ্ন বড় ক্রিকেটার হওয়া। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ঢাকা এসেছি। মিরপুরে বর্ণক ক্রিকেট একাডেমিতে ভর্তি অনুশীলন  করছি।  লেগইস্পিনার বোলার আমি। ভালো বোলিংও করি আমি । কিন্তু ভালো টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছি না। ঢাকালীগের মত যেকোনো টুর্নামেন্টে সুযোগ পেলে তা প্রমাণ করতে পারবো। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।

পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) কর্মকর্তাদের ঢাকালীগসহ যে কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে বিশেষ অনুরোধ করেন হাসান। হাসানের ফোন নাম্বার- ০১৯৯৭৪২৫৯৯৮

এই বাংলা/এমপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর