নাটোর প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক প্রফেসর এস. এম. জার্জিস কাদির বাবু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জনসভা গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, এবং সঞ্চালনা করেন প্রভাষক মোঃ আলী হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবু। এছাড়া বক্তব্য দেন এনসিপি নাটোর জেলার নেতা ইফতেখার শাওন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ শিশির, রহমত ইকবাল অনার্স কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান, এবং এস. এম. অনিন্দ্য জার্জিস বাধন প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক
