ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দদের সম্মিলিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খালিশপুর হাইস্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার।
এতে উপস্থিত ছিলেন মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
এই বাংলা/এমএস
টপিক
