25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

জামিনকৃত আসামীর কাছে ঘুষ দাবির অভিযোগ এসআই এর বিরুদ্ধে

আরও পড়ুন

পিরোজপুর প্রতিনিধি :::

পিরোজপুরের নাজিরপুরে এক এস,আই এর বিরুদ্ধে জামিন কৃত আসামিকে আটক করে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে, জানা যায় মোঃ রাশেদুল মিনা (৩০) এক যুবকে দুপুর ১২:৩০ ঘটিকায় নাজিরপুর থানার এস আই সুমন তাকে আটক করেন।

রাশেদুল ইসলাম বলেন,  আমার মামলা নাম্বার জি,আর ১০৩/২২ যার জামিনের তারিখ ১৪/০১/২৪ থাকা সত্ত্বেও এস আই সুমন আমাকে আটক করেন এবং আটকের পর আমার কাছে জামিনের কোন রিকল আছে কিনা জানতে চাইলে আমি তাকে দেখানোর জন্য চেষ্টা করি।  কিন্তু তিনি তা দেখতে চাননি। তিনি বলেন আটক যখন করেছি এখন সোজা কোর্টে চালান করবো।আর যদি কোর্টে যাইতে না চাও তাহলে আমাদেরকে খুশি কর। আমি এস আই সুমনের কাছে খুশির কথা জানতে চাইলে তিনি (১০০০০) দশ হাজার টাকা দাবি করেন। আমি  দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে রিকল না দেখে কোর্টে নিয়ে আসলে পরে কোর্টে রি_কল দেখালে আমাকে ছেড়ে দেন।

এস,আই সুমনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন আমি তাকে আটক করেছি সাথে কোন রিকল পাইনি।  তাই তাকে আটক করে সাথে সাথে কোর্টে নিয়ে চলে আসি। টাকার কথা জানতে চাইলে তিনি তাহা অস্বীকার করেন।

এ ব্যাপারে রাশেদুল মিনার আইনজীবী এডভোকেট তাপস ভক্তের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মক্কেল গত ১৪ দিন পূর্বে জমিনে আসেন আমি এসআই সুমনকে মুঠো ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। টাকার কথা জানতে চাইলে আইনজীবী বলেন আমিও জেনেছি এস আই সুমন দশ হাজার টাকা চেয়েছে। আমরা পুলিশ সুপার মহদয়ের কাছে লিখিত অভিযোগ জানাবো। এ ব‍্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিককে জানান রি_কল না থাকায় তাকে কোর্টে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর