Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeবিনোদনবরিশালের কিশোরী প্রিয়ন্তী পোদ্দার রবীন্দ্রসংগীত বিভাগে দেশ সেরা

বরিশালের কিশোরী প্রিয়ন্তী পোদ্দার রবীন্দ্রসংগীত বিভাগে দেশ সেরা

বরিশাল প্রতিনিধি :

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয়োজনে দেশের শিশু-কিশোরদের জন্য ‘নতুন কুঁড়ি–২০২৫’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রবীন্দ্রসংগীত বিভাগে দেশের সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশালের গৌরনদীর কিশোরী প্রিয়ন্তী পোদ্দার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে অনলাইনে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে বিটিভি কর্তৃপক্ষ।

প্রিয়ন্তী পোদ্দার গৌরনদী উপজেলার টরকী বন্দরের বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দারের মেজো মেয়ে এবং বর্তমানে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করে প্রিয়ন্তীর বাবা জানান, প্রাথমিক বাছাই পর্বে সারা দেশের সেরা দশ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় হওয়ার পর চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করেছে প্রিয়ন্তী।

প্রিয়ন্তী পোদ্দার বলেন, “আমি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত রবীন্দ্রসংগীত চর্চা করি। বাবা-মা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেন। ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুলসংগীত ও উচ্চাঙ্গসংগীতে জাতীয় পুরস্কার পেয়েছিলাম। আমি এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। দেশের সেরা হওয়ার পর প্রিয়ন্তীর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের বন্যা বইছে।

এই বাংলা/এমএস

টপিক