25 C
Dhaka
Thursday, October 2, 2025

টেকনাফ উপজেলা মাসিক আইনশৃংখলা চোরাচালান টাস্কফোর্স কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

মোঃ আলমগীর, টেকনাফ :::

কক্সবাজারের টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা,চোরাচালান টাস্কফোর্স কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) ২০২৪ বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা,চোরাচালান টাস্কফোর্স কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নব-নির্বাচিত সাংসদ শাহীন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গনি, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রনয় রুদ্র,হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি রাশেদ মাহমুদ আলী,সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ও সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মাওলানা মুজিবুর রহমান মুজিব, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা আলী, টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান আমিন প্রমুখ।

এসময় আইনশৃংখলা কমিটির সদস্যগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মিয়ানমারে পাচার বন্ধ করা,অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, ইয়াবা ও মানবপাচার প্রতিরোধ করা, রোহিঙ্গাদের অবাধে বিচরণ,যানজট নিরসন, যত্রতত্র অবৈধ হাটবাজার,উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম তুলে ধরাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপরে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর