পিরোজপুর প্রতিনিধি :
দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএমএন) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক, নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, এবং নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায়সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “গত প্রায় পাঁচ দশক ধরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা, মর্যাদা ও উন্নয়ন ব্যাহত হবে।”
তারা আরও বলেন, “স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে সরকারের উচিত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী করা এবং আধুনিকায়নের উদ্যোগ নেওয়া, একীভূত করা নয়।”
এই বাংলা/এমএস
টপিক
