28.2 C
Dhaka
Friday, October 3, 2025

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি ও মাদক কারবারি গ্রেফতার

আরও পড়ুন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দিনগত রাতে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত হলেন- রায়হান শেখ (২৮) ও মোঃ জসিম মোল্যা। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ সময় মাদক কারবারিক নিকট পনের পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে নড়াইল থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করে। মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মো. জসিম মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। নড়াইল জেলার পুলিশ সুপার মোহা : মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর