পিরোজপুর প্রতিনিধি :
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত ইন্দুরকানী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)-এর দ্বিবার্ষিক নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত হয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল রানা। সঞ্চালনায় ছিলেন মনিরুজ্জামান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, সাবেক যুগ্ম সম্পাদক আহসানুল হক ছগির, ও সমবায়ী প্রতিনিধি মাস্টার শাহাদাত হোসেন (সবুজ) খলিফা প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৩ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ২০ অক্টোবর বৈধ প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
বিধি অনুসারে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি ও মো. জাকির হোসেন খলিফা সহ-সভাপতি হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হন। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন —
মো. হাবিবুর রহমান হাওলাদার, হাবিবুর রহমান সিপাহী, শামসুল হক খান, আব্দুস সালাম সিকদার, রফিকুল ইসলাম গাজী ও আব্দুল লতিফ সিকদার।
নবনির্বাচিত সভাপতি ফায়জুল কবির তালুকদার বলেন,
“ইন্দুরকানী ইউসিসিএর সমবায়ীসহ উপজেলার সাধারণ মানুষের পাশে আমি সবসময় ছিলাম, আছি ও থাকবো। সমবায়ীদের অনুরোধে আমি প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি। তাদের সমস্যা সমাধান ও কল্যাণে কাজ করতে চাই। অতীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব ইনশাআল্লাহ।”
এই বাংলা/এমএস
টপিক
