বরিশাল প্রতিনিধি :
বরিশাল বগুড়া রোডে অবস্থিত অপসোনিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি হঠাৎ করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রায় ৪০০ শ্রমিকের চাকরি বাতিল করেছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চাকরিচ্যুত শ্রমিকদের অভিযোগ, তাদের আগেভাগে কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি। সকালে কাজে এসে তারা জানতে পারেন, তাদের চাকরি আর নেই। একজন শ্রমিক বলেন, “আমাদের একটিবারও জানানো হয়নি। এখন পরিবার নিয়ে আমরা কোথায় যাব?”
এই ঘটনায় শত শত শ্রমিক কোম্পানির মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা দাবি জানান, দীর্ঘদিন পরিশ্রম করার পর হঠাৎ করে চাকরি ছাঁটাই অন্যায় ও অমানবিক।
বিক্ষুব্ধ শ্রমিকরা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার, পুনর্বহাল এবং ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কোম্পানির কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস
টপিক
