24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনাঃ

পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী স্ট্যান্ডে রাস্তা পাড় হয়ে স্ব-মিলে যাওয়ার সময় বাসের চাপায় গুরুতর আহত রাজা মিয়া (৪৫) মারা গেছে। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

জানা গেছে, উপজেলার ডালাচারা গ্রামের নয়া মিয়ার ছেলে রাজা মিয়া (৪৫) পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী বাস স্ট্যান্ডের পাশে আনোয়ার সিকদারের স্বমিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেল ওই স্ব-মিলে রাস্তা পাড় হয়ে যাচ্ছিল। এমন সময় লেবুখালী থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে রাজা মিয়া গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেরীন আশ্রাফ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে তার মরদেহ স্বজনরা গ্রামের বাড়ীতে নিয়ে আসে।

স্বমিল মালিক আনোয়ার সিকদার বলেন, রাস্তা পাড় হওয়ার সময় একটি বাস রাজা মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর