Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeরাজনীতিদৌলতপুরে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এস.এ. জিন্নাহ কবিরের

দৌলতপুরে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস এস.এ. জিন্নাহ কবিরের

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের দৌলতপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির, যিনি মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বৃন্দাবন মণ্ডল মাস্টারের বাসভবনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও সুন্দরভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করে আসছে। এবারের দুর্গাপূজাও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তবে আসন্ন নির্বাচনে সতর্ক থাকতে হবে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিএনপির নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

জিন্নাহ কবির বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামসহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক