চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “পরবর্তী প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, দেশের বিপুল পরিমাণ মেধাবী শিক্ষার্থী প্রতিবছর বিদেশে পাড়ি জমাচ্ছে, যা দেশের জন্য উদ্বেগের বিষয়। “আমরা যদি একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সন্তানদের বিদেশে যেতে হবে না; তারা এখানেই গর্বের সঙ্গে বসবাস করতে পারবে,” — যোগ করেন তিনি।
তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল হেলথ প্রোগ্রাম চালু করেছে। এর আওতায় বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, টিকাদান ও স্কুল পরিচ্ছন্নতা উদ্যোগ নেওয়া হচ্ছে। মেয়র বলেন, “শিক্ষার্থীরা যদি নিজেদের বিদ্যালয় ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখে, তাহলে পুরো নগরীও পরিষ্কার থাকবে। তাই আমি চাই, শিক্ষার্থীরা ক্লিন, গ্রীন ও হেলদি সিটি গড়ার আন্দোলনের অগ্রণী ভূমিকায় থাকুক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আকতার হোসাইন, অভিভাবক প্রতিনিধি মো. শওকত আকবর, মো. শওকত হোসেন, আইনুন নাহার হিরা, শিক্ষা বোর্ড মনোনীত সদস্য মো. আকমাম খান, শিল্পপতি রিয়াদ খান, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হানিফ এবং সাধারণ সম্পাদক মো. হাসনাত প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক
