ঝালকাঠি প্রতিনিধি :
দীর্ঘ ১০ বছর পর ঝালকাঠিতে রাজাপুর থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক প্রভাবিত মামলার সব আসামি অব্যাহতি পেয়েছেন। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর এবং জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ মোট ৪৭ জনের নাম রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম মামলার সব আসামিকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহেব হোসেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাজাপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়েছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আদালত বুধবার সমস্ত আসামিকে অব্যাহতি প্রদান করে। মনিরুল ইসলাম নুপুর বলেন, “আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমাদের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এটি ছিল সেই ধরনের একটি মামলা। দীর্ঘ ১০ বছর পর ন্যায়বিচার পেয়ে আমরা স্বস্তি পেয়েছি।”
তিনি আরও জানান, মামলার কয়েকজন আসামি দীর্ঘ সময় কারাভোগ করেছেন। এই রায়ের মাধ্যমে তাদের জীবনের বড় বোঝা শেষ হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
