25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

হাটহাজারীতে পুলিশের হাতে শিবিরের তিন নেতা গ্রেফতার

আরও পড়ুন

হাটহাজারী প্রতিনিধি ::
চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিটিং থেকে তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাট এলাকার লিটল ফ্লাওয়ার স্কুলের অফিস কক্ষ থেকে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চান্দগাঁও থানা উত্তরের অর্থ সম্পাদক ও হাটহাজারী দক্ষিণের ওয়ার্ড সভাপতি হামেদ হাসান মামুন (২৬)। মোহরা ওয়ার্ড শিবিরের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাফায়েত হোসেন (২২) এবং শিবিরের সাথী তরিকুল ইসলাম (২২)। হামেদ হাসান মামুন চাঁদগাঁও থানাধীন উত্তর মোহরা ৫নং ওয়ার্ডের কাছিম মাঝির বাড়ির হাফেজ আবু আহম্মদের পুত্র, সাফায়েত হোসেন চাঁদগাঁও থানাধীন ৫নং ওয়ার্ডের মধ্যম মোহরা এলাকার ফজর আলী সরকার বাড়ির মোহাম্মদ আব্দুস শুক্কুরের পুত্র এবং তরিকুল ইসলাম মীরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা এলাকার ইয়াকুব আলী সারাংয়ের বাড়ির মজিবুল হকের পুত্র।

থানা সূত্রে জানাযায়, এসময় গ্রেফতারকৃতদের নিকট হতে ‘পলাশী থেকে বাংলাদেশ সিরিজ’র ১০টি বই, বাংলাদেশ জামায়েতে ইসলামী সিরিজের ১০টি বই, ইসলাম সন্ত্রাসবাদ সিরিজের ৯টি বই, হাকীকত সিরিজের ৬টি বই, ইসলাম ও গণতন্ত্র সিরিজের ১১টি বই, রাহে আলম সিরিজের ১৩টি বই, ইসলামের সহজ পরিচয় সিরিজের ১৩টি বই, দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব সিরিজের ০৮টি বই, ইমানের হাকীকত সিরিজের ১১টি বই, সত্যের সাক্ষ্য সিরিজের ১৩টি বই, তাফহীমূল কুরআন সিরিজের ২১টি বই, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সদস্য ফরমের ২৫ পাতার বই ১টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরিজের লিফলেট ২৫টি, টাকা সংগ্রহের আয়ের রশিদ বই ০১টি, যাহাতে ৪০টি পাতা ও ০১টি ব্যানার উদ্ধার করা হয়।

এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সক্রিয় উগ্রপন্থী সদস্যরা তাদের সংঘটনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা এবং নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার মিটিং করছিলো। সেখান থেকে বিভিন্ন আলামত সহ তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। তারা সবাই বাংলাদেশ জামায়েত ইসলামী এবং বালাদেশ ইসলামী ছাত্রশিবির সংগঠনের সদস্য বলে দাবী করে। সন্ত্রাসী কর্মকাণ্ড গতিশীল ও উৎসাহিত করা, ষড়যন্ত্র ও সহায়তা করা এবং সংগঠনের লিফলেট ও বই বিতরণ করার অপরাধে থানায় সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img

সবশেষ খবর