নিজস্ব প্রতিবেদক :::
৩২ লাখ সত্তর হাজার ২৩৮ টাকা মুল্যের সম্পদ গোপন করায় মিসেস জাফরিন নামের এক সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার (১ লা জানুয়ারি) দুর্নীতির দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক তানজীল হাসান মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহার অনুযায়ী মিসেস জাফরিনের (৫২) স্বামীর নাম আব্দুর রাজ্জাক হাওলাদার। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ছত্রকান্দা গ্রামে৷ তিনি রাজধানীর মিরপুরের কাফরুলে বসবাস করেন। তার স্বামী আব্দুর রাজ্জাক হাওলাদার (৬২) পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে অবসর নেন আব্দুর রাজ্জাক।
মামলার এজাহারে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৭০ হাজার ২৩৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বামী স্ত্রী পরস্পর যোগসাজশে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত ৫৮ লাখ ৫৩ হাজার ৯৪৫ টাকা মুল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ২৭ (১) ধারা ও দণ্ডবিটির ১০৯ ধারায় অপরাধ করেছেন।