Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeদেশগ্রামরাজনৈতিক দলে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

রাজনৈতিক দলে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি :


“নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হোক পরিবর্তনের অঙ্গীকার”— এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক ঝালকাঠি জেলা শাখা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন—
জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, উপজেলা বিএনপি সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন, নলছিটি পৌর মহিলা দলের সভাপতি নাজমা কলি, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন কুমকুম এবং এনসিপি নেতা মুয়াবিয়া মাকনুন।

বক্তাদের বক্তব্য:

বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে, তবে রাজনৈতিক নেতৃত্বের আসনে নারীদের অংশগ্রহণ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তারা মনে করেন, “রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি বাড়ানো ছাড়া টেকসই গণতন্ত্র ও উন্নয়ন সম্ভব নয়।”

বক্তারা আরও উল্লেখ করেন, দেশের অগ্রযাত্রায় নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন—প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও উদ্যোক্তা খাতে তাদের সাফল্য চোখে পড়ার মতো। তাই জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রতিটি রাজনৈতিক দলে অন্তত ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করা সময়ের দাবি।

অংশগ্রহণকারীরা বলেন:

নারীর রাজনৈতিক ক্ষমতায়নই টেকসই সামাজিক পরিবর্তনের ভিত্তি হতে পারে। এজন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ ছাড়াও সমাজকর্মী, শিক্ষক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক