25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

মহিউদ্দিন বাচ্চুকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি

আরও পড়ুন

নাদিরা শিমু, চট্টগ্রাম :::

চট্টগ্রাম -১০ ( পাহাড়তলী -হালিশহর-ডবলমুরিং) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মন্জুর আলমের করা অভিযোগের প্রেক্ষিতে তাকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধানী দল। আগামীকাল বুধবার (২৭ শে ডিসেম্বর) তাকে যুগ্ম জেলা ও দায়রা জর্জ আদালতে হাজির হতে বলা হয়ে।

মঙ্গলবার (২৬ শে ডিসেম্বর)   দুপুরে চট্টগ্রামের  যুগ্ম জেলা ও দায়রা জর্জ ,  নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান নাজমুল হোসেন চৌধুরী এক চিঠিতে তাঁকে তলব করেন।

আগামীকাল বুধবার সাড়ে তিনটায় মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে সশরীর হাজির হয়ে তাঁকে কিংবা তার প্রতিনিধিকে এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সুত্রে জানা যায়,  নোকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্দেশে ২৪ শে ডিসেম্বর দিবাগত রাতে হালিশহর এইচ ব্লক, ষোলশহরের এলজিআরডি ও শিক্ষাভবন থেকে  নির্বাচনী পোস্টার নামিয়ে জ্বালিয়ে দেবার অভিযোগ করেছিলেন স্বতন্ত্র পার্টি ও সাবেক মেয়র মঞ্জুরুল আলম। সেই অভিযোগের ব্যাপারে ব্যাখা দিতে তলব করা হয়েছে নোকার প্রার্থী  মহিউদ্দিন বাচ্চুকে। 

- Advertisement -spot_img

সবশেষ খবর