স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কওমী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বক্তব্য দিতে গিয়ে মীর শাহে আলম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে ইসলামের পতাকা উঁচিয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনাব তারেক রহমান ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে ইসলামের খেদমতে আরও বৃহৎ পরিসরে কাজ করবে।”
তিনি আলেম সমাজকে আহ্বান জানান, পবিত্র ইসলামের ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা কেউ যেন না করতে পারে, সে বিষয়ে সচেতন থাকার জন্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির উপদেষ্টা মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সিনিয়র সহ-সভাপতি ও কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আলিয়ারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং মোকামতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান খলিফা প্রমুখ।
সভায় উপজেলার ৬৮টি কওমী মাদ্রাসার দায়িত্বশীল আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জিয়া পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক
