ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীসহ একটি পরিবারের দুই সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার সালমা বেগম। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী মো. মনির হাওলাদার, মাদ্রাসাছাত্র ছেলে মো. নয়ন হাওলাদার এবং ভাই মো. সাব্বির হোসেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ছাত্রদল সাধারণ সম্পাদক মো. খালেদ মাহমুদ অন্তরের নেতৃত্বে তার চাচা মহিউদ্দিন ও পিতা হুমায়ুন কবির গত ২৭ অক্টোবর সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে সালমা বেগম ও তার ছেলে নয়নের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ অন্তর বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে স্থান ত্যাগ করেন। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এই বাংলা/এমএস
টপিক
