চট্টগ্রাম প্রতিনিধি :::
বিএনপি জামাতের চলমান আন্দোলনে জ্বালাও পোড়াও, জনজীবনে আতন্ক ছড়ানোর অভিযোগ এনে মহানগর বিএনপি নেতা এস কে খোদা তোতনসহ ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় বিশেষ আইনে মামলা ( খুলশী থানার মামলা নং ৭/১১/২৩ জিআর মামলা নং ২৯৬/২০২৩) দায়ের করা হয়েছে।
খুলশী থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) জায়েদ আবদুল্লাহ বিন সরওয়ার বাদি হয়ে ৯ জন নামীয় এবং ২৫-৩০ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেছেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়, বিরোধী দলীয় যুবনেতা আব্দুল্লাহ আল মামুন ও হৃদয় মিয়ার নেতৃত্বে খুলশী থানাধীন সেগুন বাগান ক্যান্টিনের সামনে পুলিশের উপর লাঠিসোটা, ইট-পাটকেল, মশাল ও পানির বোতল নিক্ষেপ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
জানা যায় চলতি বছরের ২৮ শে জুন এই মামলার দুই আসামি হৃদয় মিয়া ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় আরেকটি মামলা (৩/০৬/২৩) দায়ের করা হয়। বিস্ফোরক উপাদানবলী আইন ১৯০৮ এর ৩/৪/৬ এবং পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৩২৬/৪২৬ ধারা অভিযোগ আনা হয়েছে হৃদয় মিয়া ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
সেই মামলার এজাহারে বলা হয়, মামুন ও হৃদয় পরস্পর যোগসাজশে ষড়যন্ত্র ও বেআইনিভাবে বিস্ফোরক পদার্থ দ্বারা গাড়িতে অগ্নিসংযোগ করে, বেআইনি জখম, গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে।