25 C
Dhaka
Thursday, October 2, 2025

পর্দা নামলো ফেডারেশন কাপ ৩য় আসরের

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ফেডারেশন কাপের ৩য় আসরের। দোভাষীপাড়া সমাজ কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে সাতকানিয়ার অন্তর্গত বারদোনার ৮ টি সামাজিক সংগঠন অংশ নেয়।

৩য় বারের মতো অনুষ্ঠিত এই আসরে ৮ দলের লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় চন্দনাপাড়া যুব পরিষদ ও নয়ন সিকদার পাড়া ফ্রেন্ডস সোসাইটি। চন্দনাপাড়া যুব পরিষদকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রথমবার ফেডারেশন কাপ খেলতে আসা নবাগত দল নয়ন সিকদার পাড়া ফ্রেন্ডস সোসাইটি।

৪০ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ফ্রেডস সোসাইটির অধিনায়ক ইমন। অন্যদিকে ১৪০ রান এবং ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চন্দনাপাড়া যুব পরিষদের খেলোয়ার্ড আবু সাইদ।

রিদুয়ানুল হকের সভাপতিত্বে রিয়ান বিন কবিবের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন দোভাষীপাড়া সমাজ কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাহমুদুল হক। এসময় আরো উপস্হিত ছিলেন দোভাষীপাড়া সমাজ কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আব্দুস সামাদ, সমাজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলী, আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোছেন, মোহাম্মদ তারেক, আব্দুল জলিল, ইসমাইল, তাহেরসহ সংগঠনের সদস্যবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধান অথিতির বক্তব্যে মাহমুদুল হক বলেন, এই ধরনের সুন্দর আয়োজনের জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি তাদের এই কাজ প্রসংশার দাবিদার। সংগঠনের সভাপতি রিদুয়ানুল হক বলেন, বারদোনার সামাজিক সংগঠনসমূহের মাঝে পারস্পরিক ভাতৃত্ববোধ বৃদ্ধি ও সামাজিক কাজে সবাইকে একটা প্লাটফর্মে আনতেই আমাদের এই আয়োজন। প্রতিবছরের ন্যায় এবারও সফলভাবে আয়োজন সম্পন্ন হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে ফেডারেশন কাপের ৪র্থ আসর আয়োজন করা হবে।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর