25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

বরিশাল শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান হলেন  অধ্যক্ষ ইউনুস আলী

আরও পড়ুন

ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কৃতি সন্তান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
তিনি ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।
নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন, তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন, বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না।
সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন, তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যত তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন।
বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে।
প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী ১৯৯৩ সালে বরগুনা সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন, এরপর যশোর মাইকেল মধুসূদন কলেজ, বরিশালের চাখারে সরকারি ফজলুর হক কলেজে ৩ বছর উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
এছাড়া একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ছিলেন তিনি। এছাড়াও শিক্ষকতা জীবনে ৩১ বছরের মধ্যে ২৩ বছর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সোমবার বিকেলেই নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী।
তার পৈত্রিক বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর