25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে মহান বিজয় দিবস পালিত

আরও পড়ুন

বিপ্লব তালুকদার খাগড়াছড়িঃ খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালীস্থ শহীদদের স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ করেন সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ভোরে খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালীস্থ শহীদদের স্মৃতি ফলকে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী , খাগড়াছড়ি সেনা রিজিয়নের,  খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পাস্তবক অর্পণ করা হয়।

পরে সকলের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয়।স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এছাড়া ভোর থেকে বিভিন্ন ধর্মীয় উপসানলয়ে চলে সমবেত প্রার্থনা।

মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর