জেলা প্রতিনিধি কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলার কুড়িঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রেষ্ঠ সন্তান হারানোর দিন, চট্টগ্রামে নানা আয়োজন
হোসেনপুর উপজেলা প্রশাসন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ , হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, হোসেনপুর ডিগ্রি কলেজ, হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজ, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।