Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম, বাড়ছে শীতজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।...
Homeদেশগ্রামচরভদ্রাসন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বীনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন

চরভদ্রাসন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বীনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন কৃষি কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। তারা কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী ও মুগসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।

এর অংশ হিসেবে সোমবার উপজেলার ১১০০ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ৫ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এদিন মোট সাড়ে ৫ মেট্রিক টন সরিষা বীজ, ১১ মেট্রিক টন ডিএপি সার এবং ১১ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক