কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সিটির নগর পিতা আরফানুল হক আর নেই।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) আজ বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে মারা গেছেন।
তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন গন মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আরফানুল হক রিফাত দীর্ঘ দিন পাকস্থলীতে সমস্যায় ভূগছিলেন তবে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিংগাপুরে যান। সেখানেই তিনি আজ সন্ধায় মারা যান।
২০২২ সালের ১৫ জুন আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র মনিরুল হক ওরফে সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
কুমিল্লা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রথম মেয়র ছিলেন আরফানুল হক। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে