24.3 C
Dhaka
Friday, October 3, 2025

নাটোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

নাটোরের গুরুদাসপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের মারধরে সাইফুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন জানান, দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে সাইফুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই সোহেল রানার মধ্যে বিরোধ চলছিল। ওই জমিটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বুধবার সকালে সোহেল রানা ওই জমিতে খুটি পুঁততে গেলে সাইফুল ইসলাম তাঁকে বাঁধা দেন। এতে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে সাইফুলকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে সোহেল রানা তাঁর ভাই সাইফুলকে জমিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে পাশ্ববর্তী বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর