কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল ইস্কাফসহ এক নারীকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোছাঃ রিনা বেগম (৩৫), তিনি হিরারকুটি এলাকার বাসিন্দা।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে নাগেশ্বরী থানার পুলিশ দলটি অভিযান পরিচালনা করে রিনা বেগমের নিজ বাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, মাদকবিরোধী এ অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং উদ্ধারকৃত ইস্কাফসহ গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
