Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeসম্পাদকীয়এলজিইডি এখন ফ্যাসিস্টের দখলে

এলজিইডি এখন ফ্যাসিস্টের দখলে

সম্পাদকীয় :

নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এলজিইডির নেতাদের হাতে

 

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসকের পলায়ণের পর অর্ন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সনের নির্বাচনকালীন রিটার্নিং অফিসারের দায়িত্বপালকারী বিসিএস (প্রশাসন) ও জেলার পুলিশ প্রশাসনের কমকর্তাদের মধ্যে অধিকাংশকেই শাস্তিস্বরুপ চাকুরীচুত্য, অবসর এবং ওএসডি করা হয়েছে। অথচ একই দোষে দুষ্ট এলজিইডির মাঠ পর্যায়ের কর্মকর্তারা অসাদুপায়ের অর্থ দিয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ম্যানেজ করে তারা বহাল তবিয়তে স্বপদে আছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ পর থেকেই শুরু হয় বঙ্গবন্ধু প্রকৌশলীদের প্রসাদ যড়যন্ত্র। তারই ধারাবাহিকতায় সরকারকে বেকাদায় ফেলার জন্য একটি কুচক্রিমহল ও এলজিইডি শাখার বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্যরা মিলে পতিত স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ভোলপাল্টিয়ে সরকারের উপদেষ্টা ও উর্দ্ধতন কর্মকর্তাদেরকে বোকা বানিয়ে কার্য হাসিল করে চলেছে।

অনুসন্ধানে জানা যায়, পতিত স্বৈরশাসকের এলজিআরডির সাবেক মন্ত্রী তাজুল ইসলামের আস্থাভাজন আর্শিবাদপুষ্ঠ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতারা ডিপিপির অপ্রয়োজনীয় ভুয়া খাত তৈরী করে মন্ত্রীর দ্বারা প্রকল্প অনুমোদন নিয়ে একেক জন একাধিক প্রকল্পের প্রকল্প পরিচারকের দায়িত্ব পালন করে চলেছেন। তম্মধ্যে একই পৌরসভায় বিভিন্ন প্রকল্প দেখিয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্যগণ বৈদেশিক সাহায্যপুষ্ঠ ্ঋণের ও সরকারী টাকার হড়িলুটে নেমেছেন। আর এই অবৈধ পথে উপার্জিত অর্থ দিয়ে মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয়দের ম্যানেজ করে তারা বহাল তবিয়তে স্বপদে আছেন।

পতিত স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু প্রকৌশলীদের মধ্যে যে সকল কর্মকর্তা প্রসাদ যড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ পাওয়া গেছে তারা হলেন:- (১) ২৬/০৮/১৯৬৭ইং তারিখে যশোরের জন্মগ্রহণকারী মোঃ আমিরুল ইসলাম খান, বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর প্রকল্প পরিচারকের দায়িত্ব পালন করছেন এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এলজিইডি শাখার সদস্য সচিব ও ফ্যাসিস্টের অর্থের যোগানদাতা হিসেবে খ্যাত। ২য় ব্যক্তি হচ্ছেন ০৮/০৯/১৯৬৭ইং তারিখে ঝালকাঠিতে জন্মগ্রহণকারী মোঃ আল আমিন ফয়সাল, ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচারকসহ নেত্রকোনার প্রকল্পের প্রকল্প পরিচারকের দায়িত্ব পালন করছেন এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এলজিইডি শাখার অর্থ সংগ্রহকারী ও যোগানদাতা হিসেবে খ্যাত।অন্যরা হচ্ছেন: (৩) ১৩/০৩/১৯৬৮ইং তারিখে পাবনায় জন্মগ্রহণকারী মমিন মুজিবুল হক সমাজী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যুগ্ম আহ্বায়ক, (৪)আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম আহ্বায়ক, (৫) ২৭/১১/১৯৬৮ইং তারিখে যশোরে জন্মগ্রহণকারী মোঃ আব্দুর রহিম তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সদস্য,(৬) ০১/১২/১৯৬৭ইং তারিখে জামালপুরে জন্মগ্রহণকারী আবুল কালাম মোঃ ইসমত কিবরিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সদস্য, (৭)০৪/১২/১৯৬৭ইং তারিখে নড়াইলে জন্মগ্রহণকারী মোঃ শরিফ হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী(চ:দ:) কুষ্টিয়া অঞ্চল ও সদস্য,(৮) ২৫/০৮/১৯৬৯ইং তারিখে ঝিনাইদহে জন্মগ্রহণকারী আবু সালেহ্ মোহাম্মদ হানিফ তত্ত্বাবধায়ক প্রকৌশলী(চ:দ:) সদস্য (৯) সৈয়দ শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী(চ:দ:) ও সদস্য (১০) গৌতম প্রসাদ চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী(চ:দ:) ও সদস্য (১১) মলয় কুমার চক্রবর্তী, তত্ত্বাবধায়ক প্র্রকৌশলী বগুড়া অঞ্চল ও সদস্য, (১২) বিগত ১১/০৬/১৯৬৭ইং সনে রংপুরে জন্মগ্রহণকারী মোঃ আনিসুল হক খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ:দ:) ও সদস্য (১৩) ফজলে হাবিব, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচারক ও সদস্য। (১৪) বিগত ২১/১২/১৯৭০ইং তারিখে পটুয়াখালীতে জন্মগ্রহণকারী মোঃ রহুল আমীন খান, ৬৫২৬.৫৫ কোটি টাকা সরকারী অর্থায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর প্রকল্প পরিচালক ও সদস্য। (১৫) ৩০/০৯/১৯৬৮ইং তারিখে কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী মোঃ মোশারফ হোসেন, ২০৭১.৩৪ েেকাটি টাকা সরকারী অর্থায়নেউপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্র্ধ ১০০ মিটার সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য। (১৬) স্বপন কুমার পাল, প্রকল্প পরিচালক, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সদস্য(১৭) আব্দুল বারেক মন্ডল, ,রাজশাহী বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য,(১৮) মোঃ কামরুল ইসলাম, বি, বাড়ীয়া, প্রকল্প পরিচালক সদস্য (১৯) মোঃ মোকলেছুর রহমান, ২৫৮০.০০ কোটি টাকার অর্থয়নে সিটিসিআরপি এর প্রকল্প পরিচালক ও সদস্য। (২০) মোঃ আজিম উদ্দিন সর্দার, গোপালগঞ্জ, প্রকল্প পরিচালক সদস্য, (২১) মোঃ আমিনুর রশিদ চৌধুরী, প্রকল্প পরিচালক সদস্য (২২) মোঃ মামুনুর রশিদ, প্রকল্প পরিচালক সদস্য (২৩) মোঃ আক্তার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ:দ:) ও সদস্য।(২৪) ০১/১২/১৯৬৮ইং তারিখে নওগাঁ জন্মগ্রহণকারী মোঃ রায়হান সিদ্দিকী : অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য। (২৫) ২৩/০৭/১৯৬৯ইং তারিখে ঠাকুরগাঁও এ জন্মগ্রহণকারী মোঃ হামিদুল হক, বিশ্বব্যাংকের অর্থায়নে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য। (২৬) ০৩/০১/১৯৭২ইং তারিখে খুলনায় জন্মগ্রহণকারী সাবেক নির্বাহী প্রকৌশলী ফরিদপুর মোঃ শহীদুজ্জামান খান, বৃহত্তর চট্রগ্রাম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য।(২৭) বিগত ২৫/১০/১৯৭৫ ইং তারিখে গোপালগঞ্জে জন্মগ্রহণকারী সিঃ সহকারী প্রকৌশলীর মর্যাদার কর্মকর্তা শেখ তাজুল ইসলাম তুহিন, বর্তমানে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য।(২৮) বিগত ০১/০৩/১৯৮০ইং সনে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণকারী বরিশালের সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম, অভিযোজন বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো প্রকল্প (রিভার) প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য(২৯) সুরায়েত হোসেন, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য (৩০) মো. এহসানুল হক, নির্বাহী প্রকৌশলী, গোপালগঞ্জ- বিগত ৫ বছর যাবৎ গোপালগঞ্জ (৩১) ফরিদপুরে জন্মগ্রহণকারী রফিকুল হাসান, ফ্লাড আম্পান প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য (৩২) মো. শরিফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, বাগেরহাট, (৩৪) এ এফ এম খায়রুল আলম. প্রকল্প পরিচালক ও সদস্য (৩৫) হরি কিং কর মহন্ড প্রকল্প পরিচালক ও সদস্য, (৩৬) মোঃ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী ও সদস্য (৩৭) বিগত ১০/০১/১৯৮০ইং তারিখে নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী মোঃ ফেরদৌস আহমেদ, নির্বাহী প্রকৌশলী ও সদস্য (৩৮) মোঃ মোনায়েম সরকার, প্রকল্প পরিচালক ও সদস্য (৩৯) মোহাম্মদ ইনায়েত কবীর, প্রকল্প পরিচালক জলবায়ু প্রকল্প ও সদস্য (৪০) বিগত ০২/০১/১৯৭৫ইং তারিখে চাপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী নওগাঁ জেলার সাবেক নির্বাগী প্রকৌশলী তোফায়েল আহমেদ, ৬,৩৪৫.০৮ কোটি টাকার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নপ্রকল্পের প্রকল্প পরিচালকের পদটি বাগিয়ে নেন। তিনি ফ্যাসিস্টের অর্থের যোগাদানদাতা খ্যাত এই কর্মকর্তাও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এলজিইডি শাখার সদস্য।

(৪১) মোঃ শরীফ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সদস্য (৪২) মোঃ ফিরোজ হাসান, নির্বাহী প্রকৌশলী সদস্য (৪৩) মোঃ ফিরোজ তালুকদার নির্বাহী প্রকৌশলী এলজিইডি সদর দপ্তর, ঢাকা ও সদস্য
(৪৪) উজ্জ্বল ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী সদস্য (৪৫) দেওয়ান আব্দুস সবুর, নির্বাহী প্রকৌশলী সদস্য (৪৬) মোহাম্মদ ইউনুস আলি বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী সদস্য (৪৭) মোঃ কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সদস ্য (৪৮) মোঃ শহীদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সদস্য (৪৯) মোঃ শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সদস্য (৫২ মোহাম্মদ ইউসুফ হোসেন,নির্বাহী প্রকৌশলী সদস্য (৫১) মোঃ লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী ও সদস্য (৫২) বিগত ৩০/১০/১৯৬৭ইং তারিখে গোপালগঞ্জ জেলায় সাবেক ানর্বাহী প্রকৌশলী মৌলভীবাজার মোঃ আজীম উদ্দীন সরদার, সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সদস্য প্রমুখ। এই সকল কর্মকর্তাগণ বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সনের ফ্যাসিস্টের নির্বাচনকালীন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এতগুলি তাজা প্রাণের রক্তের বিনিময়ের ফসল এই অর্ন্তবর্তীকালীন সরকার, কোনভাবেই যেন এই শহীদের রক্ত বৃথা না যায় সে দিকে দৃষ্টি রাখতে হবে। অন্যথায় শহীদের রক্তের সাথে বেঈমানী হবে। অতএব সাধু সাবধান!

এই বাংলা/এমএস

টপিক