স্টাফ রিপোর্টার :
শিশু হুজাইফাকে নির্মমভাবে হত্যার অভিযোগে দণ্ডিত আসামি সোহাগের দ্রুত ফাঁসির দাবি হুজাইফার পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিতের আবেদন নিয়ে চাওবন এ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় একটি সংগঠনের ডাকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে হুজাইফা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে এবং আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) কার্যকর করার দাবি জানান। তারা বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যথাসময়ে না হলে এবং আসামিকে শাস্তি না দিলে সমাজে আইনের শাসন ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে।”
মানববন্ধনকারীরা হাতে হাতে ধারণ করা প্ল্যাকার্ড ব্যানারে তাদের দাবি তুলে ধরেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল – হুজাইফা হত্যার বিচার চাই, সোহাগের ফাঁসি চাই” হুজাইফার রক্তের দাবি, ফাঁসি চাই”বিচারহীনতার সংস্কৃতি রুখে দাঁড়াও ইত্যাদি।
উল্লেখ্য, ১১ অক্টোবর শনিবার রাতে এ কিশোর হুজাইফাকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠে। পরে পুলিশের তদন্তে ওই ঘটনায় সোহাগ নামের এক ব্যক্তি আসামি হিসেবে চিহ্নিত হন এবং আদালত তকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মানববন্ধনকারীরা এই রায়ের দ্রুত বাস্তবায়ন চান।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ঘোষণা দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক
