গুল নাহার ::
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ মৌজায় রাজউকের নোটিশের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে জনৈক বাবু ওরফে শিকদার। রয়েস ডেভোলপার নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে মজিববর মার্কেটের কর্ণারে নির্মাণ করা হচ্ছে দশ তলা ভবন।
রাজউক অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণ করা হচ্ছে মর্মে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে এই ভবন মালিককে। নোটিশ জারির সাত দিনের মধ্যে রাজউক অনুমোদিত নকশার ১ (এক) ফর্দ দপ্তরে দাখিল করার জন্য বলা হয়েছিল। সেই সাথে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ সাইডের সকল কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু রাজউকের সেই নোটিশের তোয়াক্কাই করেনি ভবন মালিক ।
এই বিষয়ে “দৈনিক এই বাংলা” পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজউক উত্তরা জোন ২/১ এর ইমারত পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সরজমিনে ভবনটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক। ইমারত পরিদর্শক সরজমিনে তদন্তে গিয়ে দেখতে পান দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকার ফায়দাবাদ মৌজায় স্মারক নং ২৫.৩৯.০০০০.১১৬.৩২, ২৯৮, ২৩.৩৭৫ রাজউক অনুমোদিত নকশা না মেনে ১০ তলা ভবন নির্মাণের কাজ চলছে।
এই বিষয়ে ইমারত পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ইমারত নির্মাণ আইন ১৯৫২ (সর্বশেষ সংশোধনীসহ) এর ৩ ধারার বিধান মতে, নির্মাণের কাজের সমর্থনে ইমারত নির্মাণ কমিটির অনুমোদিত নকশা থাকা বাধ্যতামূলক । এই আইনের ধারা ১০ অনুযায়ী পরিদর্শন কালে অথরাইজড অফিসার বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিকে প্রদশর্নের জন্য এক ফর্দ নকশা এবং অনুমোদন পত্র সংশ্লিষ্ট সাইডে সংরক্ষণ করার বিধান থাকলেও পরিদর্শন কালে অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন ভবন মালিক।
সরেজমিনে গিয়ে দেখা যায় নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে নির্মাণ কাজ । যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রাজউকের নোটিশ তোয়াক্কা না করার বিষয়ে ভবন মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেন নি।