ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিম আকনের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ নাসিম আকনের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী ছিলেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ নাসিম আকনের দলীয় ও রাজনৈতিক অবদান বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
