চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক নার্সারিতে হামলা চালিয়ে বিপুল পরিমাণ চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক ডজন ব্যক্তি নার্সারিতে প্রবেশ করে গাছপালা নষ্ট করে এবং পরে টিনের বেড়া দিয়ে জায়গা দখল করে নেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনাটি ঘটে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে, উপজেলার কালীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়ার মুহাম্মদ পাড়া এলাকায় অবস্থিত আলিফ-মীম নার্সারিতে।
ভুক্তভোগী নার্সারি মালিক মো. সরওয়ার জানান, দুপুরের দিকে ৩০–৪০ জনের একটি দল তার নার্সারিতে হামলা চালায়। তারা নার্সারির প্রায় এক হাজারেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি চারা যেমন—জাম, কাঠাল, আম, বরই, সবেদা, আমড়া, ও কলমি করা গাছ কেটে ফেলে ও লুট করে নিয়ে যায়। এছাড়া দুটি বীজতলা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় এবং বাগানের শতাধিক সুপারি, মেহগনি ও আকাশমণি গাছও কেটে ফেলা হয়।
সরওয়ারের ভাষায়,
“অস্ত্র হাতে তারা নার্সারিতে ঢুকে ধ্বংসযজ্ঞ চালায়। বিকেল পর্যন্ত তারা তাণ্ডব চালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও আবারও আক্রমণ চালায় এবং শেষে টিনের বেড়া দিয়ে আমার জমির অংশ দখল করে।”
ঘটনার পর সরওয়ার বাঁশখালী থানায় আব্দুল মালেকসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযুক্ত আব্দুল মালেক বলেন,
“সরওয়ার আমার ভাইয়ের কাছ থেকে মাত্র তিন শতক জমি কিনেছে। কিন্তু পরে আমাদের অন্য ভাইদের জায়গাও দখল করে নার্সারি তৈরি করেছে। কয়েক দফা স্থানীয় সালিশে ডাকা হলেও তারা উপস্থিত হয়নি। আমাদের জমির কাগজপত্র বৈধ—আমরা কেবল নিজেদের অংশ ফিরিয়ে নিয়েছি।”
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,
“খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নার্সারি মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক
