Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeঅপরাধবরিশালের রুপাতলিতে অনুমোদনহীন এলপিজি ডিপো নিয়ে স্থানীয়দের উদ্বেগ

বরিশালের রুপাতলিতে অনুমোদনহীন এলপিজি ডিপো নিয়ে স্থানীয়দের উদ্বেগ

বরিশাল প্রতিনিধি :

বরিশালের রুপাতলির একটি আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া স্থাপিত এলপিজি গ্যাস ডিপো সরানোর জন্য জেলা প্রশাসন নির্দেশ দিলেও তা এখনো কার্যকর হয়নি। নিরাপত্তার কারণে প্রশাসন সাত দিনের মধ্যে ডিপোটি অপসারণের নির্দেশ দিলেও ২৫ দিন পার হয়ে গেলেও প্রতিষ্ঠানটি সে নির্দেশ মানেনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিপোটি র‌্যাব-৮ সদর দপ্তর ও বাংলাদেশ বেতার বরিশাল কার্যালয়ের পাশে অবস্থিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের অনুরোধে ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তর তদন্ত করে জানায়, প্রতিষ্ঠানটি “তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১৬)”–এর ৮৯ নম্বর বিধি লঙ্ঘন করেছে। তদন্ত প্রতিবেদনে জননিরাপত্তার স্বার্থে দ্রুত ডিপোটি সরানোর সুপারিশ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার নির্দেশ দিয়েছিলেন, সাত দিনের মধ্যে ডিপো অপসারণ করতে হবে। তবে প্রতিষ্ঠানটি তা কার্যকর করেনি।

এলপিজি ডিলার মোহাম্মদ সোহেল জানান, “আমরা কোনোভাবেই জনসাধারণের ক্ষতির ঝুঁকি নিতে চাই না। আমাদের বিনিয়োগ ফেরত পেলে ডিপো সরিয়ে নেব।”

অমেরা পেট্রোলিয়ামের ব্রাঞ্চ ম্যানেজার মো. মাসুম বিল্লাহ বলেন, “প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আলোচনা চলছে।”

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, “নির্দেশ অমান্য করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক