25 C
Dhaka
Thursday, October 2, 2025

হাটহাজারীতে ওয়ারিশ সনদ বাণিজ্যের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আরও পড়ুন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ওয়ারিশ সনদের জন্য মোটা অংকের টাকা দাবী করার অভিযোগ উঠেছে মোহাম্মদ রাসেল মনি বাহাদুর নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

রোববার (২৬ নভেম্বর) উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ ঘটনায় লিখিত একটি অভিযোগ করেন মোঃ ফোরকান নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রাসেল মনি বাহাদুর ভোক্তভোগী ফোরকানকে প্রায় একমাস ধরে তার ওয়ারিশ সনদে স্বাক্ষর না দিয়ে নানা অজুহাতে ঘুরাচ্ছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ইউপি সদস্য তার কাছ থেকে এই ওয়ারিশ সনদে স্বাক্ষর দিতে নগদ পাঁচ হাজার টাকা দাবি করেন। তিনি ঐ টাকা দিতে না পারায় তাকে স্বাক্ষর দিচ্ছেন না বলেও অভিযোগ করেন ভোক্তভোগী ফোরকান। বিষয়টি তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে অবহিত করলেও কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ তার।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য বলেন, উনি তার মা-বাবার মৃত্যু সনদ দেখাতে ব্যর্থ হয়েছেন এবং অন্যান্যদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে ব্যর্থ হয়েছেন। সে কারণে তাকে স্বাক্ষর দেওয়া হয়নি। টাকা নেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলেও জানান তিনি।

বিষয়টি জানতে চাইলে মুঠোফোনে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি জানি। ইউপি সদস্য কোনো টাকা দাবী করেনি। অভিযোগকারী ফোরকানের কাছে বেশ কিছু কাগজপত্র না থাকায় ওয়ারিশ সনদ দেওয়া যায়নি।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং একজনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img

সবশেষ খবর