25 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামে বিচারককে জুতা নিক্ষেপ করলো আসামি

আরও পড়ুন

তানভীর আহমেদ

চট্টগ্রামের একটি আদালতে আসামি কতৃক বিচারককে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই আসামির নাম মনির খান মাইকেল (৩২)। মঙ্গলবার দুপুরের দিকে সাইবার ট্রাইব্যুনালের এজলাসে বিচারক বসার সঙ্গে সঙ্গে জুতা ছুঁড়ে মারে ওই আসামি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন আসামি মনির খান মাইকেল। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে নিবৃত্ত করে। এর আগে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।

আদালত সূত্রে জানা যায়, ওই আসামির নাম মনির খান মাইকেল (৩২)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু সাহা বাদি হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরদিন ২৩ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

- Advertisement -spot_img

সবশেষ খবর