25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামে বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

::: তানভীর আহমেদ :::

চট্টগ্রাম মহানগরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বুধবার রাতে চকবাজারের ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের বিভিন্নস্তরের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

তারা হলো, মো. ওমর (৬৫), সাইফুল ইসলাম (২৩), মো. আম্মার (২৩), মো. আব্দুল মজিদ (১৯), মাহমুদুল হাসান আল বাকি (২১), আল আমিন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মিজানুর রহমান (২৫), মো. তানভীর (১৯), আমিনুর রেজা শওকত (২০) ও ইয়াসিন পারভেজ (২৩)।

এ বিষয়ে কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী বলেন, গত ১২ অক্টোবর অনুমতি ছাড়া সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে হাতে লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে নগরের নিউ মার্কেট এলাকায় ৫০০ থেকে ৬০০ জামায়াত-শিবিরের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। এ সময় যানবাহন চলাচলে বাঁধা প্রদানসহ যানবাহন ভাংচুর, জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। ওই সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে পুলিশ।

- Advertisement -spot_img

সবশেষ খবর