25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

নির্বাচন: ইইউ রাষ্ট্রদূতরা বসতে চায় সিইসির সঙ্গে

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক ::

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বসতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জোটের রাষ্ট্রদূতরা।আগামী ২৭ নভেম্বর সেই বৈঠকের সূচি ঠিক করা যেতে পারে বলে নিজেদের আগ্রহের কথা জানিয়ে সিইসি হাবিবুল আউয়ালকে ইমেইল করেছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

ইসি কর্মকর্তারা জানান, ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে ‘যৌথসভার’ বিষয়টি কমিশনে উপস্থাপন করা হবে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনারদের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে। কমিশনে আলোচনার পর বৈঠকের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়ে দেওয়া হবে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের দিন গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

- Advertisement -spot_img

সবশেষ খবর