বরিশাল প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৭ অক্টোবর (সোমবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণাঞ্চলের ২১টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলীয় সূত্রে জানা গেছে, গুলশান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সংশ্লিষ্ট সব মনোনয়নপ্রত্যাশীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে তারেক রহমান মনোনয়ন প্রক্রিয়া, প্রার্থী যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
এর আগে গত ২৩ অক্টোবর রাতে বরিশাল মহানগর বিএনপির সঙ্গে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হাসান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের মনোনয়নপ্রত্যাশী মজিবর রহমান সরোয়ার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এবং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
দলীয় সূত্র জানায়, এদের মধ্যে সরোয়ার, ফারুক ও নাসরিন বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
এই বাংলা/এমএস
টপিক
